ডিজিসলের নুতন উদ্ভাবন

গোপাল দেবনাথ
 

বিজ্ঞানের জয়যাত্রা  ক্রমশ গতি  বাড়াচ্ছে  .হচ্ছে নতুন নতুন উদ্ভাবন .মোবাইলফোন,ট্যাবলেট কমপিউটারসহ বিভিন্ন  ইলেক্ট্রনিক্স গেজেটের  ব্যবহার বাড়ছে হু হু করে .ফলে অত্যাধুনিক  গেজেটের প্রয়োজনীয়তাও বাড়ছে .গত তিন দশক ধরে দেশের তৃতীয় স্থানে ইলেকট্রনিক্স  পণ্য উৎপাদন করছে ডিজিসল সিস্টেমস  লিমিটেড .সংস্থারতরফে দেবেন্দ্রনাথ  জানালেন ,এই মুহূর্তে তাঁরা বাজারে এনেছেন স্টাকচার্ড  ক্যাবেলিং সল্যুশন  সিরিজ    কনভার্জএক্স.
যা ডেটা ,ভয়েস ও ভিডিও  ট্রাফিকের  সুচারু  সমন্বয়  সাধন  করে.আগামী 
প্রজন্মের ডেটাযোগাযোগ পরিষেবা গুলিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন  করে গড়ে তুলতে এই সংস্থার পদক্ষেপ খুবই  গুরুত্বপূর্ণ .
সংস্থার প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা  কে আর নায়েক  তাঁর সুযোগ্য  পরিচালক মন্ডলী  প্রদীপ অনন্ত  রানে  ,পঙ্কজ মাধব  বালিগা  ,আর টি নায়েক  ও নটরাজন  নারায়ণন  
 শংকরা প্রযুক্তিগত  নির্মাণে পরিবেশ বিষয়টিকেও  গুরুত্ব দিয়েছেন .উদ্ভাবিত নতুন পণ্যটির  সার্কিট নির্মাণে  ঝাল  দেওয়ার ক্ষেত্রে সীসা  বা কোনো ধাতু ব্যবহার করছেন না .এইদেশে  বিনা ধাতু সোল্ডারিংএ  পণ্য  উৎপাদন করা হয়েছে .
পণ্য আধিকারিক প্রদোষ  নাদকারনি  সম্প্রতি আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন ,ডিজিসল সংস্থা পণ্যের  নকশা  ,গুণমান  ,উৎপাদন ক্ষমতার পাশাপাশি  বিক্রয়ত্তর পরিষেবার  ক্ষেত্রে বিশেষ নজির দেওয়া হয় .

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা মেমারিতে

বিধানসভা ভোটের কথা ভেবেই কি গরুপাচারে সিবিআই তদন্ত?